রাজশাহীর গোদাগাড়ীতে কিন্ডারগার্টেন স্কুল চালু রাখায় ৫ হাজার টাকা জরিমানা
প্রকাশিত : 06:22 PM, 6 April 2021 Tuesday

করোনা সংক্রামণ বিধি ও লকডাউন অমান্য করে কিন্ডারগার্টেন স্কুল চালু রাখায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌর সদরের দারুল উসুয়া কিন্ডারগার্টেন স্কুলকে ৫০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুধু তাই নয় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঐ স্কুলটি পরিচালনা করতে পারবেনা বলে নির্দেশ দিয়েছে আদালত। (মঙ্গলবার ৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার জানে আলমের এর নেতৃত্বে চলা ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।
তিনি জানান, সরকারী ভাবে করোনার বিস্তার ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর আহলে ঈদগাহ ময়দানের পাশে অবস্থিত দারুল উসুয়া কিন্ডার গার্টেন স্কুল চালু করে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করে ক্লাশ চলছিল। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এসময় শিক্ষার্থীদের রেখে সব শিক্ষকরা পালিয়ে যায়। পরে স্কুলের এক মেডাম ও অভিভাবকদের সহযোগীতায় স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন কে ডেকে পাঠানো হয়। কিছুক্ষণ পরে সে আসলে তাকে ২০১৮ সালের সংক্রমণ রোগ (প্রতিরোধ নির্মূল ও নিয়ন্ত্রণ) আইনের ২৫ ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয় ও স্কুলটি সরকারী নিষেধ তুলে না নেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।