রাজশাহীর কাশিয়াডাঙ্গা বনলতা ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ
প্রকাশিত : 08:42 AM, 5 April 2021 Monday

অনলাইন ডেস্ক::রাজশাহীতে বনলতা ট্রেনের সঙ্গে পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বনলতা ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জে যাত্রী নামিয়ে রাজশাহী স্টেশনে ফিরছিল। রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা রেলগেটে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি পাশের বস্তির একটি ঘরের উপর পড়ে।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ যাত্রী নামিয়ে রাজশাহী ফিরছিল। সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী গামী পাথর বোঝাই একটি ট্রাক রেল লাইনের উপর আটকে যায়। এ সময় রাজশাহীগামী ট্রেন ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে পাশের বস্তির একটি ঘরের উপর পড়ে। এতে ওই ঘরটি ভেঙ্গে যায়। ট্রেন দেখে ট্রাকের চালক ও হেলপার আগেই নেমে যায়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।