রাজশাহীর কাটাখালীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক-১
প্রকাশিত : 04:10 AM, 20 April 2021 Tuesday

রাজশাহী মহানগরীর উপকন্ঠে কাটাখালী পৌর-ভবনের সম্মুখে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাহাদুর গেদু (৬৫) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে র্যাব-৫। রোববার (১৮ এপ্রিল) রাত ১০’৩০ টায় কাটাখালী থানাধীন সমসাদিপুর পৌর: ভবনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত বাহাদুর গেদু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন রশুনচক পূর্ব পাড়া এলাকার এছান মোহাম্মদের ছেলে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫। এতে বলা হয়, রোববার রাতে রাজশাহীর কাটাখালী থানাধীন সমসাদিপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে সিপিসি-২ (নাটোর), র্যাব-৫।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের কাটাখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানানো হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।