রাজশাহীতে বিয়ের অনুষ্ঠান না করে সেই টাকা দিয়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
প্রকাশিত : 10:34 PM, 19 April 2021 Monday

রাজশাহীতে কঠোর লকডাউনে স্থবির হয়ে পড়ায় অসহায় ও পথচারীদের নিয়মিত খোঁজ খবর নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন হেলপ পিপলের সদস্যরা।
আজ সোমবার বিকেলে হেলপ পিপলের টিম লিডার আল-রশিদ রাহীর উদ্দ্যেগে নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায় ও পথচারীদের মাঝে ২৫০ প্যাকেট ইফতার বিতরণ করেন সংগঠনের এক ঝাঁক তরুণ।
জানা গেছে, আল-রশিদ রাহী সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি লকডাউন ও করোনা পরিস্থিতির কারনে বিয়ের আয়োজন টা বাতিল করেন। পরে রাহী সিদ্ধান্ত নেন যে অনুষ্ঠান না করে বেঁচে যাওয়া টাকা দিয়ে তিনি পথচারীদের ইফতার করাবেন।
এ বিষয়ে আল-রশিদ রাহী বলেন, মূলত লকডাউনে বিয়ের অনুষ্ঠান না হওয়ায় বেঁচে যাওয়া খরচটি অনুদান হিসেবে ২৫০ জন ছিন্নমূল মানুষের ইফতারীর আয়োজন করা হয়েছে। লকডাউনে সহযোগীতার এ ধারাবাহিকতা চলমান থাকবে।
উল্লেখ্য, হেলপ পিপলের সদস্যরা প্রতিমাসে দুই টাকার হোটেল কার্যক্রম পরিচালনা করে থাকেন। আর এই হোটেলে অতিথি থাকেন অসহায়-দুস্থ মানুষেরা। এর আগে গত লকডাউনেও সংগঠনের সদস্যরা সাধরণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছানো। এছাড়াও করোনা রোগীদের বাসায় সুরক্ষা সামগ্রী পৌঁছানোসহ বিভিন্ন ধরনের নানা জনকল্যাণমূলক কাজ করেছে সংগঠনটি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।