রাজশাহীতে তিন দোকানীর জরিমানা
প্রকাশিত : 05:50 PM, 15 April 2021 Thursday

কাজী এনায়েত, রাজশাহীঃ
রাজশাহীতে পণ্যের গায়ের মূল্য মুছে দেওয়া ও মূল্য তালিকা প্রর্দশন না করার দায়ের তিন দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় জরিমানা করে-জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী।
জানা গেছে, লক্ষ্মীপুর এলাকার শেখ স্টোরকে পণ্যের দাম মুছে বেশি দামে বিক্রির দায়ে ৩ হাজার টাকা, বাবুল স্টোরকে একই অভিযোগে ৫ হাজার টাকা এছাড়া ইমন মুরগির দোকানকে মূল্য তালিকা না টাঙ্গানো অভিযোগ ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক হাসান-আল-মারুফ ও রুবেল আহম্মেদ।
পরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী নগরীর বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রির স্থানগুলো পরিদর্শন করেন। নগরীর গোরহাঙ্গা এলাকায় টিসিবির ভ্রামম্যাণ বিক্রয় স্থান পরিদর্শনকালে ক্রেতারা প্যাকেটে বিক্রির অভিযোগ তোলেন।
এসময় তিনি বলেন, কেউ টিসিবির পণ্য প্যাকেজ ভাবে বিক্রি করলে জরিমানা বা লাইসেন্স বাতিল করা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।