রাজশাহী, শনিবার ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধি বিকাশ খেলা ◈ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ◈ নওগাঁর ছয়টি আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল  ◈ বাগমারার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী আর নেই ◈ জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠে শান্তির বাগমারার রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ◈ জাতির পিতার সমাধি সৌধে খুলনা-৪ আসনের এমপি প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর শ্রদ্ধা নিবেদন ◈ নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপিসহ মনোনয়নপত্র জমা দিলেন-৮ প্রার্থী ◈ রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’দের মনোনয়ন দাখিল ◈ সিআইপি সোহেল রানা’র টিউবওয়েল উপহার পেয়ে আনন্দিত এলাকাবাসী ◈ রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রেকর্ড গড়ে সঞ্জুর সেঞ্চুরি, কোহলির কীর্তি অক্ষত থাকবে?

প্রকাশিত : 07:47 AM, 13 April 2021 Tuesday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

ম্যাচের শেষ সঞ্জু বলেন, ‘ইনিংসের দ্বিতীয়ার্ধটা আমার আইপিএলে সেরা ব্যাটিং।’
তাঁর দল রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গিয়েছে। তবু তিনি দুরন্ত সেঞ্চুরি করে সকলের কাছে প্রশংসিত। তিনি সঞ্জু স্যামসন। সোমবার ৬৩ বলে ১১৯ রান করলেনয়। তবে দলকে জেতাতে পারলেন না। নাটকীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪ রানে হারিয়ে দিল পঞ্জাব কিংস। সেই সঙ্গে ২ পয়েন্ট নিয়ে আইপিএল অভিযান শুরু করল প্রীতি জিন্টার দল। দুবার ক্য়াচ পড়ার পর দুরন্ত সেঞ্চুরি করেও জেতাতে পারলেন না রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ম্যাচের শেষে শুকনো মুখেই মাঠ ছাড়তে হল কেরলের ক্রিকেটারকে। যিনি আইপিএলে সোমবার একটি ইতিহাস গড়লেন। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে নেতৃত্ব দিতে নেমেই ব্যাটে সেঞ্চুরি করলেন সঞ্জু।

সঞ্জুর এ নিয়ে আইপিএলে তিনটি সেঞ্চুরি হয়ে গেল। আইপিএলে সমসংখ্যক সেঞ্চুরি রয়েছে এ বি ডিভিলিয়ার্সেরও। শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নারের রয়েছে চারটি করে সেঞ্চুরি। ৫টি সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির। আর আইপিএলে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি ক্রিস গেলের। পারবেন সঞ্জু কোহলি বা গেলের রেকর্ড ভেঙে নতুন নজির গড়তে?

সোমবার টস জিতে পঞ্জাব কিংসকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু। শুরুতে ময়ঙ্ক অগ্রবালকে (৯ বলে ১৪ রান) হারাতে হলেও কে এল রাহুল ও ক্রিস গেল ইনিংসের হাল ধরেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ব্যাট করে ২৮ বলে ৪টি চার ও ২টি ছক্কা মেরে ৪০ রান করেন গেল। শুরুতেই একবার ক্যাচ পড়ার পর বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন রাহুলও। ৫০ বলে ৯১ রান করেন পঞ্জাব অধিনায়ক। ৭টি চার মারার পাশাপাশি ৫টি বিশাল ছক্কা মারেন তিনি। পরের দিকে নেমে ২৮ বলে ঝোড়ো ৬৪ রান করেন দীপক হুডা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২১ রান তোলে পঞ্জাব কিংস। রাজস্থানের হয়ে তিন উইকেট নেন চেতন সাকারিয়া।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বেন স্টোকসকে হারায় রাজস্থান। বাংলার পেসার মহম্মদ শামির বলে তিনি কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন কোনও রান না করেই। এরপর রাজস্থান ইনিংসের পুরোটা জুড়েই সঞ্জু। ১২টি চার ও সাতটি ছক্কা মারেন তিনি। জস বাটলার (১৩ বলে ২৫), শিবম দুবে (১৫ বলে ২৩) ও রিয়ান পরাগ (১১ বলে ২৩) চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি রাজস্থানের।

ম্যাচের শেষ সঞ্জু বলেন, ‘ইনিংসের দ্বিতীয়ার্ধটা আমার আইপিএলে সেরা ব্যাটিং। আমার যতটা সাধ্য ছিল করেছি। গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়ে খেলছিলাম। হারলেও দলের খেলায় আমি খুশি।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT