রাজশাহী, শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠে শান্তির বাগমারার রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ◈ জাতির পিতার সমাধি সৌধে খুলনা-৪ আসনের এমপি প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর শ্রদ্ধা নিবেদন ◈ নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপিসহ মনোনয়নপত্র জমা দিলেন-৮ প্রার্থী ◈ রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’দের মনোনয়ন দাখিল ◈ সিআইপি সোহেল রানা’র টিউবওয়েল উপহার পেয়ে আনন্দিত এলাকাবাসী ◈ রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ মান্দা জোতবাজার  ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি /এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠিত  ◈ রাজশাহী-৬ ; নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার মাঝি শাহরিয়ার ◈ জলবায়ু পরিরর্তনে রাজশাহীর আদিবাসী জীবন জিবিকার ক্ষতিপূরণ চেয়ে উন্নত বিশ্বের কাছে দাবি ◈ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ”মোক ইউনাইটেড নেশনস” অনুষ্ঠিত

মেছতা আজ আর কোন সমস্যা নয়

প্রকাশিত : 08:16 AM, 24 April 2021 Saturday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

সৌন্দর্য-পিপাসুদের জন্য সুখবর হলো- মেছতা আজ আর কোন সমস্যা নয়। কসমেটিক সার্জারি ‘লেজার’ মাত্র কয়েক সেশন চিকিৎসায় সকল মেছতা নির্মূল করতে সক্ষম। এতে ‘এন-ডি-ইয়াগ লেজার’ এক যুগান্তকারী সাফল্য এনেছে।

মেছতার শ্রেণী বিভাগ : যেমন –
*মেছতা ইডিওপ্যাথিকা : কারণ জানা নেই
* মেছতা জেনেটিকা : উত্তরাধিকার সূত্রে হয়।
* মেছতা একটিনিকা : অতি বেগুনী সূর্যরশ্মির কারণে হয়।
* মেছতা কসমেটিকা : বিশেষ ধরনের কসমেটিকস ব্যবহারে হয়।
* মেছতা কন্ট্রাস্পেটিভা : জন্ম-নিয়ন্ত্রণের বড়ি সেবনে দেখা দেয়।
* মেছতা গ্রেভিডেরাম : গর্ভবতী মহিলাদের হয়।
* মেছতা মেনোপজাল : মহিলাদের মেনোপজ অবস্থায় হয়।
* মেছতা এন্ডোক্রাইনোপ্যাথিকা : থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতায় দেখা দেয়।
* মেছতা আয়াট্রোজেনেটিকা : বিশেষ কিছু ওষুধ সেবনে দেখা দেয়।
* মেছতা হেপাটিকা : লিভারের ক্রনিক রোগে হয়।
* মেছতা ইমিজনালজিক্যাল : শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে হয়।

প্রতিরোধের উপায় : কারণগুলো এড়িয়ে চলাই হলো মেছতা প্রতিরোধের সর্বোত্তম পন্থা।

আধুনিক কসমেটিক চিকিৎসা : মেছতা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে আধুনিক কসমেটিক চিকিৎসার বিকল্প নেই। যেমন – * কেমিক্যাল পিলিং * ক্রায়োথেরাপি * ডারমাবরেশন ইত্যাদি।

সর্বাধুনিক কসমেটিক সার্জারি
লেজার। এটি বর্তমান বিশ্বের সর্বাধুনিক ও সর্বশেষ কসমেটিক সার্জারি। যেটি তার নিজস্ব আলোক-রশ্মির মাধ্যমে কোন পার্শ্বক্রিয়া ছাড়াই মাত্র কয়েক সেশন চিকিৎসায় সব-ধরনের মেছতা স্থায়ীভাবে নির্মূল করতে সক্ষম।

উপসংহার: “লেজার” কসমেটিক সার্জারিটি আজকের কসমেটিক জগতে এক নব-জাগরণ সৃষ্টি করেছে। অর্থাৎ এক রেভ্যুলিউশন। যেন শিল্পীর তুলির আঁচড়ে এক অদ্ভূত কারূকার্য।

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৪৪১৪৫৪৮।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT