মার্টিন গাপটিল ও ফিন অ্যালেনের ঝড়ে লন্ডভন্ড
প্রকাশিত : 03:48 PM, 1 April 2021 Thursday

বৃষ্টি বিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বোলারদের নাস্তানাবুদ করে ছাড়লো নিউজিল্যান্ড। ১০ ওভারের কার্টেল ম্যাচে মার্টিন গাপটিল ও ফিন অ্যালেনের ঝড়ো ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪১ রানের বড় সংগ্রহ জড়ো করে স্বাগতিকরা।
সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল অকল্যান্ডের ইডেন পার্কে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টস করতে প্রায় দুটো বেজে যায়।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের উপর আধিপত্য বিস্তার করে কিউইরা। চার-ছক্কার ফুলঝুরিতে ফিন অ্যালেনের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন মার্টিন গাপটিল। গাপটিল ১৯ বলে ৪৪ রান করে মেহেদী হাসানের উইকেটে পরিণত হলে ভাঙ্গে জুটি।
এরপর গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ২৯ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অ্যালেন। ১০ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই কিউই ওপেনার।
ফিলিপস ১৪ রান ও ডেরিল মিচেল ১১ রান করেন।
বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পান তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মেহেদী হাসান
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।