মান্দায় লকডাউন কার্যকর করতে পুলিশের কঠোর অবস্থান
প্রকাশিত : 06:20 PM, 6 April 2021 Tuesday

নিজস্ব প্রতিনিধি: নওগাঁর মান্দায় কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউ সামাল দিতে বাংলাদেশ সরকার এক সপ্তাহের লকডাউন ঘোষণা দিয়েছে। এই লকডাউন কার্যকর করতে মাঠে কঠোর অবস্থানে নেমেছে মান্দা থানা পুলিশ। প্রথম থেকেই উপজেলা জুড়ে পুলিশের এই অবস্থান অব্যাহত রয়েছে। গত বছর পুলিশের অতুলনীয় সাহসীকতার কারণেই করোনা যোদ্ধা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছে প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনী।মঙ্গলবার সরেজমিনে সতীহাট বাজারে পুলিশকে কঠোর অবস্থানে দেখা যায় । প্রতি মঙ্গলবার এই বাজারে বড় হাট বসে,আর এই হাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে সকাল থেকেই দেখে যায় পুলিশের অবস্থান। পাশাপাশি মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তারা।এ বিষয়ে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, হাটে, দোকানে , চায়ের ষ্টলে জনসমাগম যেন না হয় এবং সবাই যেন মাস্ক ব্যবহার করে এব্যাপারে স্থানীয় দোকান মালিকদেরকে নির্দেশনা দিয়েছি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।