রাজশাহী, শনিবার ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধি বিকাশ খেলা ◈ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ◈ নওগাঁর ছয়টি আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল  ◈ বাগমারার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী আর নেই ◈ জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠে শান্তির বাগমারার রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ◈ জাতির পিতার সমাধি সৌধে খুলনা-৪ আসনের এমপি প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর শ্রদ্ধা নিবেদন ◈ নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপিসহ মনোনয়নপত্র জমা দিলেন-৮ প্রার্থী ◈ রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’দের মনোনয়ন দাখিল ◈ সিআইপি সোহেল রানা’র টিউবওয়েল উপহার পেয়ে আনন্দিত এলাকাবাসী ◈ রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মান্দায় ভিয়েতনামের গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাকবেবি ফল চাষ

প্রকাশিত : 03:28 PM, 16 April 2021 Friday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

আব্দুল মজিদ নওগাঁ : নওগাঁর মান্দায় কুসুম্বা ইউনিয়ানের পাকুড়িয়া গ্রামে ভিয়েতনামের গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাকবেবি ফল চাষ করে সাফল্যের মুখ দেখছেন ইসতেয়াক আহম্মেদ ইমন।ইমন রাজশাহীর ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভেয়ারিং ইনস্টিটিউটের ছাত্র। ইমন জানায়, করোনাকালীন সময়ে ইন্সটিটিউট বন্ধ থাকায় ইউটিউবে বিভিন্ন রকম সম্ভাবনাময় কৃষি প্রোগ্রাম দেখে উদ্বুদ্ধ হয়ে, এই ভিয়েতনামা দেশের গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাকবেবি ফল চাষ করবেন বলে সিদ্ধান্ত নেন। পরে গ্রামের বাড়িতে এসে গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক বেবি ফল চাষ শুরু করেন। তাদের নিজস্ব ৩৩ শতক জমিতে গোল্ডেন ক্রাউন ও ১৭ শতক জমিতে ব্ল্যাক বেরি ফল চাষ করেন। এই গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক বেবি ফলের বীজ সংগ্রহ করেন চুয়াডাঙ্গা থেকে।ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে বীজ বপন করেন এবং মার্চ মাসের শেষের দিকে গাছে ফুল ও ফল দেখা দেয়। এবং সার্বিক পরামর্শ প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাযের মাসরু । এবং এতে আরও সার্বিক সহযোগিতা করেন তার চাচা আলম উদ্দিন ও স্থানীয় কীটনাশক ডিলার দুলাল হোসেন। তিনি বলেন এই ৫০ শতক জমিতে চাষ করতে তার প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তার এই চাষ করা ফল বাণিজ্যিকভাবে ব্যাপক হারে চাষ করা হলে আরো লাভ হবে বলে তিনি আশা করেন। ফল চাষের জমি উর্বর করতে গোবর, কিছু পরিমাণে ডিএপি, পটাশ, জিপসাম, দানাদার ব্যবহার করেন এবং পোকা দমন করতে প্রাকৃতিক পদ্ধতি ফেরোমন ফাঁদ ব্যবহার করেন। তার চাষ করা এই গোল্ডেন ক্রাউন এবং ব্ল্যাকবেরি ফল সুস্বাদু হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে। গোল্ডেন ক্রাউন ফল ওজনে তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত হয় এবং ব্ল্যাকবেরি ফল দুই থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে বলে জানান তিনি। এলাকার এবং দূর দূরান্ত থেকে লোকজন আসছে ফল দেখতে ও কিনতে। কিন্তু ফল পরিপূর্ণ না হওয়ার কারণে মানুষ কিনতে পারছে না। তিনি আশা করেন ৭ দিনের মধ্যে ফল বাজারজাত শুরু করতে পারবেন। বাজারে প্রতিটি ফল ৫০-৭০ টাকা কেজি দরে বিক্রয় হলে প্রায় দুই লক্ষাধিক টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি।তিনি আরো বলেন, আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। তাই কৃষিকে আমাদের প্রধান প্রাধান্য হিসেবে দেওয়া উচিত। তাই আমি পড়াশোনার পাশাপাশি কৃষি উপর মনোনিবেশ করি, কৃষি উদ্যোক্তা হিসেবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT