মান্দায়র র্যাব-৫ কর্তৃক ১১ কেজি গাঁজা ও ৫ টি মোবাইল সহ ২ জন আটক
প্রকাশিত : 10:59 PM, 14 April 2021 Wednesday

অনলাইন ডেস্ক::নওগাঁর মান্দায় ১১ কেজি গাঁজা ও পাঁচটি মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। গোপন খবরের ভিত্তিতে বুধবার ভোর ৪টায় মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের দীঘির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নওগাঁর মহাদেবপুরের গোয়ালবাড়ী গ্রামের আবদুস ছাত্তারের মেয়ে সুফিয়া খাতুন (৩৭)এবং বগুড়ার গাবতলীর সোনারপাড়া এলাকার আবদুস সবুরের ছেলে মশিউর রহমান (৩০)।রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল মান্দার বর্দ্দপুর গ্রামের দীঘির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছেন। পরে তাদের মান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে আসামীরা থানা হাজতে রয়েছে। আগামী কাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।