ভারতের গুজরাটে হাসপাতালে আগুনে পুড়ে ছাই ১৮ করোনা রোগী
প্রকাশিত : 10:14 AM, 1 May 2021 Saturday

ভারতের গুজরাট রাজ্যের একটি হাসপতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত অন্তত ১৮ জন রোগী মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে গিয়ে রাতভর চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পুলিশ জানায়, চারতলা বিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালটিতে কমপক্ষে ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে ১২ জন ঘটনাস্থলেই মারা যান। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ওইসব রোগীদের দেহাবশেষ বেড ও মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে গেছে। অন্য ছয়জনকে স্থানীয় অন্য একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তাদেরও শরীরের অধিকাংশ আগুনে পুড়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।