বগুড়া শেরপুরে দই মিষ্টির কারখানায় জরিমানা
প্রকাশিত : 10:48 PM, 29 April 2021 Thursday

অনলাইন ডেস্ক:বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ২৯শে এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে উপজেলার শম্পা দধি মিষ্টি ও প্রান্ত দধি মিষ্টি নামের দুটি খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ দুটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। এ সময় আরও সাতটি দই মিষ্টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।এছাড়াও করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযানে পরিচালনা করা হয়েছে। অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় একজন ১০০টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা বলেন করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।