বগুড়া কাহালুতে অবৈধ বালু উত্তোলনকারীদের মেশিন জব্দ
প্রকাশিত : 07:17 PM, 29 April 2021 Thursday

অনলাইন ডেস্ক: গতকাল বুধবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত বগুড়ার কাহালু উপজেলার নাগর নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ানুর রহমানের নেতৃত্বে দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে অবৈধ বালু উত্তোলনকারীদের ধরতে না পারলেও বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলনের ৪ টি মেশিন জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিদওয়ানুর রহমান জানান, নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আবারও অভিযান চালানো হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।