বগুড়ায় টিসিবির পণ্য মজুদ করায় জরিমানা
প্রকাশিত : 10:52 PM, 29 April 2021 Thursday

অনলাইন ডেস্ক:বগুড়ার শেরপুর উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) পণ্য নিদিষ্ট পয়েন্টে বিক্রি না করে গোডাউনে মজুদ করায় মোশাররফ নামের এক ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৯শে এপ্রিল বৃহস্পতিবার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো ময়নুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। ইউএনও মো. ময়নুল ইসলাম বলেন টিসিবির ট্রাকসেল ডিলার নির্দিষ্ট পয়েন্টে পণ্য বিক্রি না করে মালামাল গোডাউনে মজুদ করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে টিসিবির ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং পরে পণ্যগুলো উদ্ধার হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।