রাজশাহী, সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ এবারও খুলনা প্রেসক্লাবের সভাপতি হলেন নজরুল ইসলাম এবং সম্পাদক হলেন মামুন রেজা ◈ রাজশাহী মহানগর আ’লীগের শান্তি সমাবেশ ও মিছিল ◈ রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধি বিকাশ খেলা ◈ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ◈ নওগাঁর ছয়টি আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল  ◈ বাগমারার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী আর নেই ◈ জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠে শান্তির বাগমারার রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ◈ জাতির পিতার সমাধি সৌধে খুলনা-৪ আসনের এমপি প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর শ্রদ্ধা নিবেদন ◈ নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপিসহ মনোনয়নপত্র জমা দিলেন-৮ প্রার্থী ◈ রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’দের মনোনয়ন দাখিল

বগুড়ায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

প্রকাশিত : 03:26 AM, 24 April 2021 Saturday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

অনলাইন ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থনৈতিক সংকটে যখন কৃষক ধান কাটতে পারছিল না তখন পাশে দাঁড়ালো ছাত্রলীগ।শুক্রবার বগুড়া জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক সবুজ মিয়ার ধান কেটে দেন। সকাল ১০ টায় বগুড়া শহর থেকে ১৪ কিলোমিটার দূরে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী নরুইল বিলের পাশে কৃষক সবুজ মিয়ার ৩১ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রেনতা কামরুল হাসান ডালিম। ধান কাটা কর্মসূচিতে অংশ নেন বগুড়া জেলা ছাত্রলীগের সহ -সম্পাদক নুর আলম, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুর রউফ সুইট, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল মোমিন, আরিফুর ইসলাম, মোহন ইসলাম, সামিউল হক, সাগর ইসলাম, আবু সাঈদ, বাধন ইসলাম, সবুজ হাসান, রকি চৌধুরী, সুজন রায়, মাসুদ রানা, রাজু আহম্মেদ, ফজলে রাব্বি, শয়ন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাফিউল ইসলাম, নাবিল মাহমুদ, রাফিউল ইসলাম, সাকিব হাসান, মাসুদ রানা, সাদিক হাসান প্রমুখ। জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহা জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কৃষকের ধান কেটে দেয়ার জন্য। সেই নির্দেশনা অনুযায়ী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর তত্ত্বাবধানে ছাত্রলীগের নেতাকর্মীরা গরীব কৃষক খুঁজে তাদের ধান কেটে দিচ্ছেন। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ সব সময় মানবিক কাজে এগিয়ে রয়েছে। আমরা প্রায় ২৫ -৩০ জন ছাত্রলীগের নেতা-কর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছি। এছাড়াও করোনার দুর্দিনে অসহায়দের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা, মাস্ক বিতরণ, সেহেরি বিতরণ, ইফতার বিতরণ করার চেষ্টা করেছি। যে কোন বিপদে পাশে থেকে কাজ করতে ছাত্রলীগ সবসময় প্রস্তুত।কৃষক সবুজ মিয়া বলেন,ক্ষেতের ধান পাকছে কিন্তু কাটার জন্য বিপদে ছিলাম। খবরে দেখলাম, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ধান কেটে দেয়ার নির্দেশ দিয়েছেন, আজ ছাত্রলীগের ছেলেগুলো আমার ধান কেটে দিচ্ছে। এটা আমার কাছে অনেক খুশির ব্যাপার। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT