বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি দুই কারাখানাকে জরিমানা
প্রকাশিত : 05:19 PM, 23 April 2021 Friday

অনলাইন ডেস্ক:অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে বগুড়ায় দুই কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে কাহালু উপজেলার শেখাহার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা এবং আশরাফুর রহমান। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান জানান, কাহালু উপজেলার শেখাহার এলাকায় সিয়াম লাচ্ছা সেমাই ও নাইম রুমন লাচ্ছা সেমাই নামে দুইটি কারাখানায় অভিযান চালানো হয়। সেখানে তারা অস্বাস্থ্যকর পরিবেশ, হ্যান্ড গ্লোভস, মাথার ক্যাপ পরিধান না করা এবং মেঝেতে ময়দার খামির বানিয়ে আসছিল। পরে তাদের এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংক্রামক রোগ আইনে ৩ মামলায় সিয়াম লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার এবং নাইম রিমন লাচ্ছা সেমাই কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।