ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গ্রেফতার দুই সহোদর
প্রকাশিত : 07:23 PM, 26 April 2021 Monday

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে নীতিবাচক ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং সরকার বিরোধী কর্মকাণ্ড উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট ও শেয়ার করায় চট্টগ্রামের সাতকানিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার দুপুরে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- সোনাকানিয়া ইউনিয়নের মঞ্জিলের দরগার চর টেন্ডল পাড়ার আক্কাস সওদাগরের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) ও তার ছোট ভাই মো. শাহাদাত হোসেন (২৩)।
এ ঘটনায় রবিবার রাতে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বাদি হয়ে দুই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, সরকারের কর্মকাণ্ড নিয়ে মানহানিকর, কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক মন্তব্য এবং সরকার বিরোধী উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট ও শেয়ার করার বিষয়ে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের ফেসবুক স্ট্যাটাস এবং মোবাইল ফোন পর্যালোচনা করে অভিযোগের বিষয়ে সত্যতা যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। তাদেরকে আজ সোমবার আদালতে হাজির করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।