ফেসবুকের প্রধান কার্যালয় কে কোভিট-১৯ টিকা কেন্দ্রে পরিণত
প্রকাশিত : 12:26 PM, 12 April 2021 Monday

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক নিজেদের মেনলো পার্কের প্রধান কার্যালয়কে কোভিড-১৯ টিকা কেন্দ্রে পরিণত করছে। এর মধ্যদিয়ে টিকাদান প্রচেষ্টাকে আরও জোরদার করার কর্মসূচিতে যোগ দিল সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ জানিয়েছেন, উদ্যোগের স্বার্থে র্যাভেনসউড ফ্যামিলি হেলথ সেন্টারের সঙ্গে যোগ দিচ্ছে ফেসবুক।
তিনি লিখেছেন, ‘আমরা অঙ্গরাজ্যের চারটি প্রবল তোপের মুখে পড়া অঞ্চলে মোবাইল ভ্যাকসিনেশন ক্লিনিক সমর্থনে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এবং স্থানীয় অলাভজনক সংস্থার সঙ্গেও যোগ দিচ্ছি।’ এ বছরের শুরুতে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি মানুষকে কোভিড-১৯ টিকা কেন্দ্রের খোঁজ দিতে নতুন টুল নিয়ে আসার খবর জানিয়েছিল। ওই টুলের মাধ্যমে কোথায় টিকা নেওয়া যাবে, তা জানতে পারতেন আগ্রহীরা। এ ছাড়াও নিজেদের ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কোভিড-১৯ তথ্য পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। ফেসবুক নিজেদের প্রধান কার্যালয় এ বছরের মে থেকে খুলে দেওয়ার পরিকল্পনা করেছে। যদি কোভিড-১৯ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে থাকে, তাহলেই শুধু পরিকল্পনা অনুসারে কার্যালয় খুলবে প্রতিষ্ঠানটি। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের ওই কার্যালয় খুলে দিলেও শুরুতে শুধু ১০ শতাংশ জনশক্তিকে কার্যালয়ে যোগ দিতে দেবে তারা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।