রাজশাহী, রবিবার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ তরুণ-তরুণীদের সৃজনশীল অনন্য উদ্ভাবনী চিন্তা-চেতনা স্মার্ট বাংলাদেশ গড়তে কার্যকরি অবদান রাখবে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী ◈ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় কেএমপি’র পুলিশ কমিশনার ◈ বাঘায় উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ আয়োজনে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পক্ষ উদযাপন ◈ খুলনার দিঘলিয়ায় দুর্নীতি বিরোধী দিবস- ২০২৩ ও বেগম রোকেয়া দিবস পালিত ◈ তাহেরপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত ◈ মান্দায় কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ◈ বাগমারায় সুজন পালশা জনকল্যাণ সমবায় সমিতির চেয়ারম্যানের সাথে ম্যানেজার আপনের প্রতারণার অভিযোগ ◈ বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলীর উপর হামলাকারী মশিউর গ্রেপ্তার ◈ গুজরাতি গরবা’র ইউনেস্কোর স্বীকৃতিতে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ◈ বিউবো’র সাথে জেনারেল ইলেক্ট্রিকের চুক্তি স্বাক্ষরিত।

ফাগুনের আবেশে রাঙিয়ে তুলুন নিজের বাড়ি, কোন ঘরে কোন রং ভাল মানাবে জানেন

প্রকাশিত : 07:07 AM, 10 April 2021 Saturday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

ফাগুনের ভালবাসার আগুনে লাজে রাঙা হয়েছে পলাশের বন। আকাশে-বাতাসে বসন্তের আবহ। অতিমারীর এই পরিস্থিতিতে রং কতটা খেলতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। কিন্তু নতুন রঙের ছোঁয়ায় আপনার ঘর আরও সুন্দর হয়ে উঠবে তা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। কোন রঙ কোন ঘরে ব্যবহার করলে ভাল হবে? রইল তেমনই কিছু সুলুক সন্ধান।

বাদামী রং- ড্রয়িং রুমের ক্ষেত্রে এই রং খুব ভাল। কারণ বাদামী রং প্রকৃতির খুব কাছাকাছি। মাটি, গাছ থেকে চকোলেট, কফি, কেক – সবেতেই এই রঙের প্রাধান্য বেশি। তাই এই রং দেখলেই মন ভাল হয়ে যায়। বাদামী রং করা ড্রয়িং রুমে কাঠের আসবাব রাখলে আরও ভাল লাগে দেখতে।

সাদা রং – ঘর ছোট হলে সাদা রং ব্যবহার করুন। এতে ঘরের আয়তন বড় দেখায়। তাছাড়া সাদা রং শান্তির প্রতীক। তাই এই রং ব্যবহার করতে আপনার বাড়িতেও শান্তির পরিবেশ বজায় থাকবে। আর সারাদিনের পরিশ্রমের পর শান্তি পেতে কার না ভাল লাগে!

কালো রং – এই রং নিয়ে অনেক কুসংস্কার রয়েছে। কিন্তু বুদ্ধি করে এই রং ঘরে ব্যবহার করে অন্য রঙের সৌন্দর্য আরও বেড়ে যায়। অনেকে দরজা কিংবা জানলায় কালো রং ব্যবহার করে, এতে দেওয়ালের রঙের সঙ্গে একটা সুন্দর সামঞ্জস্য তৈরি হয়।

হলুদ রং – উজ্জ্বল এই রং অনুপ্রেরণা জোগায়। অন্য রঙের সঙ্গে এর হালকা ও গাঢ় শেড বেশ ভাল লাগে। পড়াশোনা বা কাজ করার ঘরে এই রং লাগাতে পারেন। এতে মনযোগ বাড়ে।

সবুজ রং- খুব সতেজ এই রং। চোখের পক্ষে আরামদায়ক। বেডরুমে এই রং ব্যবহার করলে প্রকৃতির খুব কাছাকাছি নিজেকে ফিল করতে পারবেন। সারাদিনের ক্লান্তি নিমেষে দূর হয়ে যাবে। আবার সকালে ঘুম ভাঙলেও মন ভাল হবে।

নীল রং – আকাশের ব্যাপ্তি রয়েছে এই রঙে। নানা শেডও রয়েছে। যেখানে বসে ধ্যান করবেন, তেমন কোনও ঘরে ব্যবহার করুন। আবার গাঢ় নীল রঙে রাজকীয় মেজাজও থাকে।

গোলাপি রং – এর মতো স্নিগ্ধ রং খুব কমই আছে। গোলাপি আবার ভালবাসার রংও বটে। বেডরুমের মধ্যে একটা রোমান্টিক আবহ তৈরি করে এই রং। নবদম্পতিদের ক্ষেত্রে একদম আদর্শ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT