পুলিশ ভাল কাজ করলে মানুষ শিকার করে না
প্রকাশিত : 06:12 PM, 26 April 2021 Monday

অনলাইন ডেস্ক:জীবন মৃত্যুর মাঝখান দিয়ে আমাদের পথচলা। আজ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণ বাজার এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। একটি ট্রাক রাস্তার পাশে গাছের সাথে সম্মুখ ধাক্কায় দুমড়েমুচড়ে যায় কিন্তু ভাগ্যক্রমে ট্রাকের হেল্পার আহত অবস্থায় বাহিরে ছিটকে পড়েন এবং ট্রাকের চালক গাড়িতেই আটকা পড়েন। তাঁর পা গাড়ির ইঞ্জিনে আটকে থাকে। এই সময়ে পুলিশ অফিস মৌলভীবাজার হতে মিটিং শেষে আসার পথে এই হৃদয়বিদারক ঘটনার সম্মুখীন হই আমি এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, সাদেক কাওসার দস্তগীর স্যার। উক্ত চালকের আর্তনাদে পাষাণের হৃদয় নাড়া দিয়ে উঠার উপক্রম হয়েছিল। সে বারবার বলতেছিলো -ও আল্লাহ আমারে বাঁচাও। স্যার, আমারে এখান থেকে বের করেন, আমারে বাঁচান, আমি আর সহ্য করতে পারছিনা, আমার পা টা ভাইঙ্গা গুড়া অইয়া গেছে আমার জীবন টা শেষ হয়ে যাইতাছে, স্যার স্যার…….এই ছিলো উদ্ধারের আগমুহূর্ত পর্যন্ত তাঁর ভাষ্য।পরিশেষে স্থানীয় জনগন এবং ফায়ারসার্ভিসের সহযোগিতা নিয়ে গাড়ির চালককে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলাউড়াতে প্রেরণ করি।এই হৃদয়বিদারক ঘটনা থেকে আমার উপলব্ধি -ঐ মুহুর্তে গাড়ির চালক তাঁর সবকিছুর বিনিময়ে বাঁচতে চায়, শুধু বাঁচতে চায়।আমাদের দৈনন্দিন জীবনে সকল চাহিদার চেয়ে সবচেয়ে বড় চাহিদা হলো আমাদের সুস্থ্য থাকা।শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এরকম দুর্ঘটনায় সে প্রানে বেঁচে যায়।সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা- যাত্রাপথে আর কারো যেন এরকম দুর্ঘটনায় পড়ে অসহনীয় যন্ত্রনার স্বীকার না হতে হয়।আল্লাহ যেন সবার মঙ্গল করুন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।