পার্বতীপুর জংশন এখন জনমানবহীন
প্রকাশিত : 12:13 PM, 22 April 2021 Thursday

অনলাইন ডেস্ক:দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের কারণে শুনশান নিরবতায় দেশের উত্তরবঙ্গের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুর লোকো শেড ও প্ল্যাটফর্ম চত্বর।তথ্য নিয়ে জানা যায় দেশে সর্বাত্বক লকডাউনের পর থেকেই উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ পার্বতীপুর লোকো শেডে ৩৬টি পাওয়ার কার রেস্টে আছে।শুধুমাত্র মালবাহী কিছু গাড়ী চলাচল করছে।তবে এসব পড়ে থাকা পাওয়ার কার গুলো রক্ষণাবেক্ষণের জন্য সার্বক্ষণিক কাজ করছেন বেশ কিছু শ্রমিক।উদ্দেশ্য সর্বদাই প্রস্তুত থাকা।যাতে করে যেদিন থেকেই সরকার লকডাউন প্রত্যাহার করে গাড়ি চলাচলের সিদ্ধান্ত নিবে সেদিন থেকেই রেল চলাচললে যেন কোন বিঘ্নতা না ঘটে।শুধু তাই নয়,কোথাও কোনো দুর্ঘটনা হলে সদা প্রস্তূত রয়েছে রিলিফ ট্রেনের একটি টিম।এ বিষয়ে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা আমজাদ হোসেন বলেন, সর্বাত্মক লকডাউনের কারণে এই রেলওয়ে জংশন কেন্দ্রিক কুলি,শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা পড়েছেন চরম বিপাকে।তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।এসময় তিনি সরকারের নিকট দাবী জানান,যেন এসব খেটে খাওয়া ও অসহায় মানুষদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।