পরিবারের কাছে ফিরে যেতে সহযোগিতা করুন
প্রকাশিত : 11:53 AM, 1 April 2021 Thursday

পরিবারের কাছে ফিরে যেতে সহযোগিতা করুনক, বয়স আনুমানিক ৭০ বছর। জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন, তিনি এখন প্রতি মুহূর্ত মৃত্যুর প্রহর গুনছেন। তার সাথে কথা বলে যতোটুকু জানতে পারি সেটা হলো, তার বাড়ি পাবনার জালালপুরে। এ্যাপেক্স লুঙ্গি ও প্রসেস মিলের মালিক মালেক হাজীর বাড়ির পাশেই তার বাড়ি। বাড়িতে আমিরুল ও মনিরুল নামে দুই ছেলে আছে।এখন এই মুহূর্তে তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের দরগাহপাড়া মখদুমিয়া জামে মসজিদের সামনে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অনেক সংকট পূর্ণ। এখন তিনি চোঁখে দেখতে পারেন না, দুই একদিন পূর্বে তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও চুরি হয়ে গেছে।জানা যায়, প্রায় ১৫-২০ বছর পূর্বে তিনি শাহজাদপুর এসে দরগাহপাড়ায় অবস্থান নেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।প্রশাসন ও জনসাধারণের কাছে উদাত্ত আহ্বান জানাই গোলবার চাচার জীবনের এই শেষ সময়ে মানুষটিকে তার পরিবারের কাছে ফিরে যেতে সহযোগিতা করুন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।