তিন লাখ ছয় হাজার করোনার টিকা পৌছলো চট্টগ্রামে
প্রকাশিত : 01:46 PM, 9 April 2021 Friday

চট্টগ্রামে আজ শুক্রবার সকালে নতুন করে আরও তিন লাখ ছয় হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছেছে। সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ পাহারায় টিকাগুলো ঢাকা থেকে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই গুদামে পৌঁছায়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খানসহ অন্য কর্মকর্তারা টিকা নিয়েছেন। আসিফ খান বলেন, ২৫ কার্টন টিকা গ্রহণ করে ইপিআই সংরক্ষণাগারে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছে। সেখান থেকে পরে বিভিন্ন টিকাকেন্দ্রে সেগুলো বিতরণ করা হবে।
চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। প্রথম দিন মোট ৪ হাজার ৫৯৮ ডোজ টিকা দেওয়া হয়৷
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।