চীন বিশ্বের ক্ষতির জন্য যেকোনো কিছু করতে পারে’
প্রকাশিত : 09:01 PM, 5 April 2021 Monday

ক্রোজার বলেন, ‘চীনা কোম্পানিগুলো অস্ট্রেলিয়ার ওয়াইন, পর্যটন ও সামুদ্রিক মাছের শিল্প নিয়ে কাজ করেছে। তারা এসব খাতের ভয়াবহ ক্ষতি করেছে। সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে তারা আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় তারা যা করেছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে তারা তা করবে না এর নিশ্চয়তা নেই। চীনা শক্তি আন্তর্জাতিক অর্থনীতিরও অনেক ক্ষতি সাধন করেছে। বিশ্বের ক্ষতি সাধনে তারা যেকোনো কিছুই করতে পারে।’
অস্ট্রেলিয়ার সাবেক এই সাংসদ আরও বলেন, ‘আমি বলবো আপনারা কখনোই চীন ও উত্তর কোরিয়ার মতো দমনকারী কমিউনিস্ট শাসন ব্যবস্থাকে বিশ্বাস করবেন না। আপনার ক্ষতি করবেই তারা।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।