চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গর্তে পড়ে হাতির মৃত্যু
প্রকাশিত : 09:46 AM, 25 April 2021 Sunday

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চা বাগান পাহাড়ের একটি গর্তে পড়ে ১০মাস বয়সি একটি হাতির বাচ্চের মৃত্যু ঘটেছে। বাচ্চাটি দলছুট হয়ে পড়লে নরম মাটির একটি চোরা গর্তে পড়ে যায়। গর্তে আটকে পড়া হাতির শাবকটিকে তুলতে বন্য হাতির দলটি রাতভর চেষ্টা করেও ব্যর্থ হয়।
গতকাল হাতি শাবকটির মৃত্যু হয় বলে বনবিভাগ জানিয়েছেন। পরে বনবিভাগ স্থানীয় প্রাণীসম্পদ বিভাগের প্রতিনিধি গিয়ে হাতি শাবকটিকে মাটি চাপা দেন।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, কোদালা চা বাগান এলাকায় আনুমানিক অর্ধশতাধিকের মতো বন্য হাতির দল অবস্থান করছে। লটকোদালা পাহাড় হয়ে রাতের কোন এক সময়ে দলছুট হয়ে হাতি শাবক সম্ভবত পানি পানের জন্য পাশের একটি ঘোনায় নামে। সেখানে ছড়ার একটি চোরা গর্তে আটকা পড়ে হাতি শাবকটি। রাতভর বন্যহাতির দল নিজেরা উদ্ধারের চেষ্টা করে শাবকটিকে। অবশেষে কিশোর হাতিটি মৃত্যু ঘটে। পরে উপজেলা বনবিভাগের কর্মীরা হাতি শাবকটিকে মাটিচাপা দেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।