কোভিডে আক্রান্ত অক্ষয় কুমার, টুইট করে জানালেন নিজেই
প্রকাশিত : 06:23 PM, 4 April 2021 Sunday

রোববার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন অভিনেতা।
আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসাও করাচ্ছেন বলে জানিয়েছেন অক্ষয়।
টুইটে অক্ষয় লেখেন, সবাইকে জানাতে চাই যে, আজ সকালেই আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। সব রকম কোভিডবিধি মেনে নিজেকে একেবারে আলাদা করে রেখেছি। এখন কোয়ারেন্টিনে আছি। চিকিৎসা চলছে।
তিনি আরও লেখেন, আমার সংস্পর্শে যারা এসেছিলেন তারা অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন। নিজের প্রতি খেয়াল রাখুন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।