রাজশাহী, সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
◈ এবারও খুলনা প্রেসক্লাবের সভাপতি হলেন নজরুল ইসলাম এবং সম্পাদক হলেন মামুন রেজা ◈ রাজশাহী মহানগর আ’লীগের শান্তি সমাবেশ ও মিছিল ◈ রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধি বিকাশ খেলা ◈ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ◈ নওগাঁর ছয়টি আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল  ◈ বাগমারার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী আর নেই ◈ জনসমর্থন নিয়ে নির্বাচনের মাঠে শান্তির বাগমারার রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ◈ জাতির পিতার সমাধি সৌধে খুলনা-৪ আসনের এমপি প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর শ্রদ্ধা নিবেদন ◈ নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপিসহ মনোনয়নপত্র জমা দিলেন-৮ প্রার্থী ◈ রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’দের মনোনয়ন দাখিল
আইপিএলে জয়ের হ্যাটট্রিক করে ফেলল বিরাট কোহিল অ্যান্ড কোং। রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সকে অনায়াসে হারিয়ে ফের লিগ টেবিলের শীর্ষে আরসিবি।

কোহলিদের জয়ের হ্যাটট্রিক,ব্যাক-টু-ব্যাক হার কলকাতার

প্রকাশিত : 09:09 PM, 18 April 2021 Sunday

বাংলার সকাল নিউজ ডেস্কঃ

আইপিএলে জয়ের হ্যাটট্রিক করে ফেলল বিরাট কোহিল অ্যান্ড কোং। রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সকে অনায়াসে হারিয়ে ফের লিগ টেবিলের শীর্ষে আরসিবি। প্রথমে ব্যাট করে যে দল ২০০-র ওপর রান স্কোরবোর্ডে তুলে ফেলতে পারে, সেই দল নিঃসন্দেহে কিছুটা হলেও এগিয়ে থাকে টি-২০ ফর্ম্যাটে। বিরাটদের ২০৪ রান তাড়া করতে নেমে অইন মর্গ্যানের নাইটরা গুটিয়ে গেল ১৬৬ রানে।

এদিন আরসিবি-র টপ অর্ডার মুখ থুবড়ে পড়েছিল। ১২ ওভারের মধ্যে ১০০ রান তুলতে গিয়েই চলে আরসিবি হারিয়ে ফেলে তিন উইকেট। কোহলি ও দেবদূত পাড্ডিকলের ওপেনিং জুটিতে আসে মাত্র ৬ রান। এদিন কোহলি বরুণ চক্রবর্তীর বলে ৫ রান করে উইকেটটা দিয়ে আসেন রাহুল ত্রিপাঠীর হাতে । এরপর পাড্ডিকল ২৫ রান স্কোরবোর্ডে যোগ করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে যান। এবারও ক্যাচ নিলেন সেই রাহুল। তিনে ব্যাট করতে আসা রজত পতিদার ২ বলে ১ রান করেই ফেরেন ডাগআউটে। বরুণের দিনের দ্বিতীয় শিকার হন রজত। কিন্ত খেলার মোড় ঘোরানোর জন্য আরসিবি-র ঝুলিতে ছিল দুই অস্ত্র-ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্স। ৩৭ বলে ৫৩ রান তুললেন তাঁরা জুটি বেঁধে। ৪৯ বলে ৭৮ করে ফিরলেন ম্যাক্সওয়েল। ঝোড়ো ব্যাটিংয়ে ৯টি চার ও ৩টি ছয় মারলেন তিনি। এবিডি অপরাজিত থাকলেন ৩৪ বলে ৭৬ রানে অপরাজিত থাকলেন। ৯টি চার ও ৩টি ছয়ের ইনিংসে ডিভিলিয়ার্স বোঝালেন কেন তিনি আরসিবি-র ব্যাটিংয়ের অন্যতম ভরসা। চার উইকেট হারিয়ে বেঙ্গালুরু শেষ পর্যন্ত তোলে ২০৪ রান। নিঃসন্দেহে কেকেআরের সামনে ছিল বড় টার্গেট।

বড় রান তাড়া করতে নেমে যে ব্যাটিংটার প্রয়োজন ছিল কেকেআরের। সেই ব্যাটিংটা করার কাউকে খুঁজে পাওয়া গেল না চিপকে। এমনকী ওপেনারদের মধ্যেও সেই খিদেটা দেখা গেল না। নিতীশ রানা ও শুভমান গিলের জুটিতে এল মাত্র ২৩টি রান। গিল ফিরে যান কাইল জেমসনের বলে ক্য়াচ আউট হয়ে। গিলের ব্যাট থেকে এল ৯ বলে ২১ রান। তিনে নামা রাহুল ত্রিপাঠীকে ২৫ রানের মাথায় ফেরান ওয়াশিংটন সুন্দর । এরপর দুরন্ত ফর্মে থাকা রানাও ১১ বলে ১৮ করে ফিরে যান। যুজবেন্দ্র চাহালের ভেল্কিতে তিনি ক্যাচ তুলে দেন পাড্ডিকলের হাতে। তাসের ঘরের মতো ভাঙতে থাকা কেকেআর ৭৪ রানে হারিয়ে ফেলে চতুর্থ উইকেট। প্রাক্তন ক্যাপ্টেন দীনেশ কার্তিক এদিন মাত্র ২ রান করেন। ১৪ নম্বর ওভারে ৫ উইকেট চলে যায় কেকেআরের। ক্যাপ্টেন মর্গ্যানের চেষ্টা থামে ২৯ রানে। কার্তিককে ফেরান চাহাল, মর্গ্যানকে তুলে নেন হর্ষল প্যাটেল। পাঁচ উইকেট হারানো কেকেআরকে টেনে তুলতে পারতেন আন্দ্রে রাসেল। কারণ আরসিবি-র বিরুদ্ধে তাঁর ট্র্যাক রেকর্ড দুর্দান্ত। রাসেল মরিয়া চেষ্টা করেছিলেন। ২০ বলে ৩১ রান করেন ক্যারিবিয়ান হিটার। শাকিবও চেষ্টা করেছিলেন সঙ্গ দিতে। ২৬ রান করে পদ্মাপারের অলরাউন্ডার। কিন্তু এই দুই ব্যাটসম্যান ফিরতেই কলকাতার যাবতীয় আশা শেষ হয়ে যায়। কলকাতা হারল ৩৮ রানে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। দৈনিক বাংলার সকাল | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT