করোনাই পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যু
প্রকাশিত : 11:29 AM, 10 April 2021 Saturday

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক একেএম রফিক আহাম্মদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার ভোরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. খালেদ হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদ হাসান বলেন, গত ২৩ মার্চ তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল শুক্রবার তাকে লাইফ সাপোর্ট দিতে হয়। আজ ভোর ৪টার দিকে তিনি মারা যান।
রফিক আহাম্মদ স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
সকাল ১০টায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে রফিক আহাম্মদের মরদেহ নেওয়া হবে। সেখানে জানাজার পরে তার লাশ চট্টগ্রামে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানান খালেদ হাসান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।