কক্সবাজারে কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত : 11:15 AM, 9 April 2021 Friday

কক্সবাজারের চকরিয়ায় একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ইয়াবা ও নগদ টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম নুর মোহাম্মদ (২৬)। তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার বিকালে পৌর বাস টার্মিনালসংলগ্ন এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের অফিস কক্ষে অভিযান চালানো হয়। এ সময় বৈদ্যুতিক বাল্বের প্যাকেটে ইয়াবা পাচারকালে নুর মোহাম্মদকে আটক করা হয়।
এ সময় ওই প্যাকেট থেকে ৬ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।