আপনার কেন ঘি খাওয়া উচিত
প্রকাশিত : 03:15 PM, 31 March 2021 Wednesday

আমাদের বাঙালি সভ্যতায়, প্রত্যেকের রান্নাঘরেই মোটামোটু ঘি থাকে। বাড়ির মা-ঠাকুমার মুখেই নিশ্চয় শুনেছেন, যে কোনও রান্নাকে ঘি আরও সুস্বাদু করে তোলে কিন্তু ঘি শুধুমাত্র খাবারকে সুস্বাদুই করে তোলে নয় বরং ঘি তে রয়েছে আরও গুন।
অনেকেই এই ভুল ধারণায় থাকেন, ঘি খেলেই ওজন বেড়ে যায় কিন্তু উল্টোটা হয়ে থাকে। ঘি হল উপকারি কোলেস্টেরল।
ঘি তে কী কী উপকারিতা আছে? ঘি খেলে ওজন কমে, হাড়ের শক্তি বাড়ে, চুল ও ত্বক ভাল রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম ক্ষমতা বাড়ায়, ত্বকের উজ্জলতা বাড়ায়, নিয়মিত ঘি খেলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে। ঘি তে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। সুন্দর গন্ধ ও স্বাদ কিন্তু দুগ্ধজাত দ্রব্য হওয়ায়, ঘি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই।
যদিও ঘি ভাল ফ্যাট কিন্তু আপনি কী জানেন ঘি কতটা পরিমাণ খাবেন? প্রতিদিন সকালে রান্নায় খাবারের সঙ্গে ঘি মিশিয়ে খান।
দিনে ১০ থেকে ১৫ গ্রাম ঘি খাওয়া যেতে পারে। আরডিএ-র রিপোর্ট অনুযায়ী, প্রাপ্তবয়স্ক ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ২-৩ চা চামচ ঘি প্রতিদিন খাওয়া উচিত, তবে বাচ্চদের জন্য ২ চামচের বেশি ঘি খাওয়া উচিত নয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক বাংলার সকাল'কে জানাতে ই-মেইল করুন- banglarsakal24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক বাংলার সকাল'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।